শীতেও গরম বাতাস। কারণে সাগরের নিম্নচাপ। গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যা নাকি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর তার জেরেই শীতহারা বাংলা। হাওয়া অফিস জানিয়েছে, যতক্ষণ না অভিমুখ স্থির হচ্ছে, ততক্ষণ বলা সম্ভব নয় এই ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কী ?
কিন্তু এরজন্য কতদিন বঙ্গের সঙ্গে লুকোচুরি খেলবে শীত ? সেই উত্তরও স্পষ্ট হচ্ছে না। গত কয়েকদিন বেশ একটা শীত শীত ভাব এসেছিল। কিন্তু হঠাৎ তা হারিয়ে গেল। কলকাতা তো বটেই, এমনকী পশ্চিমের জেলাগুলিতেও রাতের দিকে বাড়ছে তাপমাত্রা। উঠছে স্বাভাবিকের উপরে।
ফলে, একটা অদ্ভূত পরিস্থিতির মধ্যেই থমকে রয়েছে শীত। এবার বর্ষা সময়ে এসে আগে চলে গিয়েছে। কিন্তু বাংলার বাইরে লাল সিগন্যালে আটকে ঠান্ডা। হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড় পাক না খেলে হিমালয়ের উত্তুরে হাওয়া আসবে না। আর এই ঘূর্ণিঝড় কবে বাঁক খাবে, তা আপাতত বোঝা দায়।