ক্যালেন্ডার বলছে ভাদ্র মাস । আর কথাতেই আছে ভাদ্র মানেই পচা গরম । ইতিমধ্যেই তা টের পেতে শুরু করেছে বঙ্গবাসী । সকাল থেকেই চড়া রোদ । ঘরে-বাইরে রীতিমতো গলদঘর্ম অবস্থা । আবার কখনও রোদের মধ্যেই হালকা মেঘের আনাগোনা থাকছে । কোথায় আবার দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে । তবে, রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । নিম্নচাপের জেরে আগামী পাঁচদিন দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হলেও গরম কিন্তু বাড়বে ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, নিম্নচাপের জেরে শুক্রবার দুপুরের পর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া । বৃষ্টিরও পূর্বাভাস ছিল । দুপুরের পরই কালো মেঘে ঢেকে যায় আকাশ । কোথাও নামে ঝেঁপে বৃষ্টি, কোথাও আবার ছিঁটেফোটা । শনিবার ও রবিবার একটু বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে । ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই । তবে, নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র । মৎস্যজীবীদের শনিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
উত্তরের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনিবার । সপ্তাহান্তে দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
কলকাতার আকাশ আংশিক মেঘলা । বিক্ষিপ্ত হাবকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে । সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে ।