উৎসবের মরশুমে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। কিন্তু বাংলায় তেমন প্রভাব পড়েনি। শীতের প্রাক্কালে ফের রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবার সকাল থেকে কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে আকাশ মেঘলা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের স্থলভাগে এই নিম্নচাপ প্রবেশ করলে প্রভাব পড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে এর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: ২ দিনে ১৪ ঘণ্টা জেরা, শুক্রবার ফের সুকন্যা মণ্ডলকে তলব ইডির
তবে হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। আগামী কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সপ্তাহের মাঝামাঝি শীতের আমেজ বাড়বে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। শিশিরও পড়তে পারে।
এদিকে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনাও আছে।