লক্ষ্মীপুজোতেও পিছু ছাড়ছে না বৃষ্টি। রবিবারও মেঘ-রোদ্দুরের খেলা চলবে কলকাতার আকাশে। পাশাপাশি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। তবে তা অস্বস্তির কারণ হবে না বলেই মত আবহাওয়া দফতরের। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। তবে মাঝে মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই দাবি আলিপুরের।
আরও পড়ুন- Flash Flood in Mal River: সপ্তাহ যেতে না যেতেই ফের মাল নদীতে হড়পা বান, ভেসে গেল বেশ কিছু দোকান
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলে আগামী দুই থেকে তিনদিন হালকা -মাঝারি বৃষ্টি চলবে রাজ্যে। উত্তরের পাঁচ জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের বৃষ্টির সম্ভাবনা। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।