কলকাতা পুরসভায় মেয়র পদে দ্বিতীয়বার শপথ নিয়ে প্রধান সেবক হওয়ার বার্তা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার ৩৯তম কলকাতা মেয়র হিসেবে শপথ নেন তিনি। তাঁর সঙ্গে শপথ নেন চেয়ারপার্সন মালা রায় (Mala Roy), ডেপুটি স্পিকার অতীন ঘোষ (Atin Ghosh) সহ ১৩ জন মেয়র পারিষদ।
মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ বলেন, "আমরা সবাই সেবক। আপনাদের একজন সেবকের নাম ফিরহাদ হাকিম"। এদিন মেয়রকে শপথবাক্য পাঠ করান সভার প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম।
আরও পড়ুন: রাজ্যের বাকি পুরসভাগুলির ভোট হবে কবে? কোর্টে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন
সোমবার কলকাতা পুরসভার কাউন্সিলর পদে ১৮ন শপথগ্রহণ করেন। তাঁদের মধ্যে বাম ও বিজেপির পাঁচজন কাউন্সিলর ছিলেন। এদিন মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারপার্সন সহ মোট ১৩ জন মেয়র পারিষদ সদস্যরা শপথ নেন।