হাওড়া ময়দান থেকে শিয়ালদহ (Sealdah to Howrah Maidan Metro) পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে শিগগির। শিয়ালদহ মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে তেমনটাই জানালেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।
কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচলওখুব শিগগির শুরু হবে বলে জানান তিনি। ২০২৪ সালের জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথম দিকেই হাওড়া থেকে চলবে মেট্রো। আর তার ফলে হাওড়া ময়দান থেকে মেট্রো পথে জুড়ে যাবে সেক্টর ফাইভ পর্যন্ত।
RRR: 'আরআরআর' খ্যাত অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে
কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি মোড়) পর্যন্ত শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। প্রায় ৫.৪ কিমি এই পথে মোট পাঁচটি স্টেশন থাকছে।