রাজ্যে ক্রমশ খারাপ হচ্ছে করোনা (Coronavirus) পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় কিছু বিধিনিষেধ চালু করতে পারে রাজ্য।
রবিবার নবান্নে একটি বৈঠক করছেন রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে আলোচনা হয়। বাংলায় সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সোমবার থেকেই নতুন নির্দেশিকা জারি করতে পারে নবান্ন। এদিন মুখ্যসচিব ওই ঘোষণা করতে পারেন।
আরও পড়ুন: India Covid Update : বেলাগাম ওমিক্রন দাপট, দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২৭,৫৫৩
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে কিছু বিধিনিষেধ জারি হতে পারে। শনিবার ওই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে আলোচনাও করেন মুখ্যমন্ত্রী। তবে সূত্রের খবর, এখনই ‘আংশিক লকডাউন’ বা ‘কঠোরতম বিধিনিষেধ’ জারির কথা ভাবছে না রাজ্য। এখনই হয়তো বন্ধ হচ্ছে না ট্রেন, বাস বা মেট্রো পরিষেবা।