মেট্রোরেলে বিপত্তি। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক মহিলার। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ গিরিশ পার্কে ঘটনাটি ঘটে। এর জেরে গিরিশ পার্কে স্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে। আংশিক ব্যাহত পরিষেবা। মেট্রো পরিষেবা কখন স্বাভাবিক হবে, জানা যায়নি।
জানা গিয়েছে, গিরিশ পার্ক স্টেশনে আগেই ঘুরছিলেন ওই মহিলা। মেট্রো আসার পরই লাইনে ঝাঁপ দেন। কর্তব্যরত আরপিএফ মহিলাকে বাঁচাতে যান। মেট্রোর চালকও ব্রেক কষেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, একেবারে মেট্রোর নিচে ঢুকে যান মহিলা। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই দমদম-কবি সুভাষগামী মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কবি সুভাষ থেকে দমদম ও দমদম-শোভাবাজার পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক আছে।
আরও পড়ুন: আনিস-কাণ্ডে চার্জশিট পেশ সিটের, নেই খুনের ধারা, দাবি সূত্রের
আরপিএফ ও মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এক মহিলা লাইনে ঝাঁপ দিয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মহিলার দেহ উদ্ধারের কাজ চলছে। এখনও মহিলার পরিচয় জানা যায়নি। কী কারণে আত্মহত্যা, তাও স্পষ্ট নয়।