চলতি মরশুমে গঙ্গাসাগরে এখনও পর্যন্ত এক কোটি ভক্তের সমাগম হয়েছে, জানিয়ে দিল জেলা প্রশাসন।
রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত ছিল মকর সংক্রান্তির পুণ্য স্নানের সময়। ভোর থেকেই দেশ-বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের ঢল নেমেছিল গঙ্গাসাগরে। এত লোকসমাগম হওয়া সত্ত্বেও কেন গঙ্গাসাগরকে জাতীয় মেলার শিরোপা দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস?
গঙ্গাসাগরে সবরকম দুর্ঘটনা এড়াতে সাগরে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করার পাশাপাশি, স্পিড বোট নামিয়ে নজরদারি চালানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও উপস্থিত রয়েছেন একাধিক জায়গায়।