দিন কয়েক শান্ত থাকার পর ফের পশ্চিম মেদিনীপুরে মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম অভিজিৎ মাহাতো। সোমবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কম্পিউন্টার সেন্টারের আড়ালে মাওবাদী পোস্টার ছাপানো হচ্ছিল। উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ। দোকানটি আপাতত সিল করা হয়েছে।
চাদড়ার ঢ়ডরাশোল এলাকায় কম্পিউটার সেন্টার চালতেন অভিজিৎ। এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত। কিন্তু গত কয়েকদিন ধরেই অভিজিতের এই কম্পিউটার সেন্টারের উপর নজরদারি বাড়ায় পুলিশ। রবিবার রাতেই আচমকা ওই কম্পিউটার সেন্টারে হানা দেওয়া হয়। তখনই মাওবাদীদের জন্য ছাপানো পোস্টার উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গলমহেলর নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে তল্লাশি ও টহলদারি।