দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল ১১টা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছয় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। তারা আধিকারিকের সঙ্গে দেখা করে একটি অভিযোগপত্র জমা দেয়।
Read More- দিলীপ ঘোষের 'কুমন্তব্য', কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের
তৃণমূল কংগ্রেসের ওই প্রতিনিধি দলে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, নাদিমুল হক, মালা রায়, শশী পাঁজা প্রমূখ। ব্রাত্য বসু জানান, দিলীপ ঘোষ যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদেই অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনের তরফে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
ব্রাত্য বসুর অভিযোগ, মহিলাদের উদ্দেশে বারবার খারাপ কথা বলেন দিলীপ ঘোষ। পাশাপাশি BJP-কে নারী বিরোধী দল হিসেবেও কটাক্ষ করেন তিনি।
কী বলেছেন দিলীপ ঘোষ?
২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল "বাংলা নিজের মেয়েকে চায়"। মঙ্গলবার ওই স্লোগান টেনে সাংবাদিকরা প্রশ্ন করেন দিলীপ ঘোষকে। জবাবে দিলীপ ঘোষ বলেন, "উনি গোয়ায় গিয়ে বলেন, ‘আমি গোয়ার মেয়ে’। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ‘ত্রিপুরার মেয়ে’। আরে *** তো আগে ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়।"