জীবনকৃষ্ণ ও তাঁর মোবাইল ফোন। তার সেই ফোন নিয়েই এবার আদালতে নিজেদের দাবি পেশ করল সিবিআই। মঙ্গলবার আদালতকে সিবিআই জানিয়েছে, একটি মোবাইবলের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ অডিও ক্লিপ রয়েছে। সিবিআই আইনজীবীর দাবি, ওই ফোনের মধ্যে ১০০টির বেশি অডিও ক্লিপ রয়েছে। প্রতিটিই গুরুত্বপূর্ণ। বড়ঞার তৃণমূল বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে এই ব্যাাপরে তার আরও বিশদে তদন্ত করতে চায় বলেও আদালতে দাবি করেছে সিবিআই।
নিয়োগ দুর্নীতির তদন্তে গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল বড়ঞার তৃণমূল বিধায়ককে। টানা ৬৬ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয়েছিল। বিধায়ককে জেরার থেকেও তাঁর মোবাইল উদ্ধারের ঘটনা কার্যত আলোড়ন তুলেছিল। সেই মোবাইলের একটি গুরুত্বপূর্ণ নথি আছে বলে এদিন আদালতে দাবি করেছে সিবিআই।
মঙ্গলবার আদালতে সিবিআই জানিয়েছে, এই ব্যাপারে তারা শিকড় পর্যন্ত পৌঁচ্ছতে চায়। সেই কারণে জীবনের হাতের লেখা এবং কন্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। এর আগে আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, নিয়োগ দুর্নীততে কয়েকশো কোটি টাকা তুলেছিলেন জীবনকৃষ্ণ।