আয়কর দফতরের তল্লাশি চলছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা এবং বাড়িতে। বুধবার সেই তল্লাশি থেকেই মিলেছে ‘কুবেরের ধন’। আয়কর দফতর সূত্রে খবর মন্ত্রীর বাড়ি এবং কারখানা থেকে মিলেছে ১১ কোটি টাকা। জানা গিয়েছে, কেবলমাত্র একটি জায়গা থেকেই উদ্ধার হয়েছে ৯ কোটি টাকা।
বুধবার দুপুরে জাকিরের তিন বিড়ি কারখানায় হানা দেয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। শিব বিড়ি, আনন্দ বিড়ি এবং বিজলি বিড়ি কারখানায় দফায় দফায় চলে তল্লাশি। জওয়ানরা ঘিরে ফেলে চারিদিক তারমধ্যেই চলে তল্লাশি। তৃণমূলের এই বিধায়কও কি কোনও আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত? উঠছে প্রশ্ন।