গঙ্গাসাগর মেলা নিয়ে সতর্ক রাজ্য সরকার। পুন্যার্থীদের ভিড়কে কাজে লাগিয়ে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। রাজ্যকে আগেই সতর্ক করেছে কেন্দ্র। বেশ কয়েকটি জেলায় গ্রেফতার হয়েছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। তাই সতর্ক রাজ্য প্রশাসন। পুলিশ ও অন্য নিরাপত্তাবাহিনীর পাশাপাশি এবার মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবে সেনাবাহিনীও। গঙ্গাসাগর চত্বরের সুরক্ষায় উপকূলরক্ষী বাহিনী ও নৌ-বাহিনীর সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে পুলিশ প্রশাসন। সুন্দরবন জেলা পুলিশ প্রশাসন মূলত এই দায়িত্ব পেয়েছে।
বাংলাদেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলছে। শনিবার কল্যাণী থানার পুলিশ একটি বাড়িতে হানা দিয়ে দুই বাংলাদেশীকে গ্রেফতার করে। কাদের সাহায্যে ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গঙ্গাসাগর মেলায় তাই কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য পুলিশ। গঙ্গাসাগর মেলায় মোট ১২ হাজার পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি হাবড়া ক্যানিং এলাকা থেকেও কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, ধৃতরা বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারে। এই তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ। আগামী ১০-১৫ জানুয়ারি সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা। এই মেলায় অনুপ্রবেশ রোখাই পাখির চোখ জেলা পুলিশ প্রশাসনের।