২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তে বদল। গণইস্তফার সিদ্ধান্ত থেকে সরে এলেন মুর্শিদাবাদের ভরতপুর ২ ব্লকের মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য। শনিবার ১৭ জন একসঙ্গে গণইস্তফা দেন। রবিবারই ১১ জন জানালেন, তাঁরা ভুল বুঝে পদত্যাগ করছিলেন। তাই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চান।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বহু উপভোক্তা বাদ পড়েছে। বহু নাম নথিভুক্ত হয়নি। জনরোষের ভয়েই শনিবার গণইস্তফা দেন গ্রাম পঞায়েতের ১৭ জন সদস্য। বিডিও-এর কাছে ইস্তফা দেন ১৭ জন সদস্য। ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্তে বদল।
পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১৭ জন সদস্য অভিযোগ তোলেন, চারপাশে যা হচ্ছে, তাতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন।