সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন ১১ জন নির্যাতিত। ওই দলে রয়েছেন পাঁচ জন মহিলা এবং ছ জন পুরুষ। তাঁদের বিভিন্ন অভিজ্ঞতার কথা রাষ্ট্রপতিকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনা শুনে রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।
সঙ্গে কে ছিলেন?
ওই ১১ জন নির্যাতিতাকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গিয়েছিবেন সেন্টার ফর SC ST সাপোর্ট অ্য়ান্ড রিসার্চের ডিরেক্টর পার্থ বিশ্বাস। এবিষয়ে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহযোগে শুনেছেন রাষ্ট্রপতি। এবং পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগেও সন্দেশখালির ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাষ্ট্রপতি। তফশিলি জাতি ও জনজাতি কমিশনের পাশাপাশি জৈতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনও চিঠি দিয়েছিল তাঁকে।