শুক্রবার রাতে ফের প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে। তার জন্য তিস্তার জল বইছে বিপদসীমার একদম কাছে। এই পরিস্থিতি সামাল দিতে শনিবার সকালে গজলডোবার তিস্তা ব্যারাজের ৬টি লকগেট খোলা হয়েছে। প্রায় ১১০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
অন্যদিকে উত্তর সিকিমের পরিস্থিতিও উদ্বেগজনক। কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে সেখানে। আগামী তিনচার দিন একই পরিস্থিতি থাকবে সেখানে। প্রায় ১২০০ পর্যটক আটকে রয়েছেন সেখানে। তাঁদের হোটেল, হোমস্টেড ছাড়তে নিষেধ করা হয়েছে।
আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। বায়ুসেনার সাহায্য চাওয়া হয়েছে। পর্যটকদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। যদিও আকাশে মেঘ থাকায় হেলিকপ্টার চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রোংপো থেকে উদ্ধারের কাজে তদারকির জন্য ওই হেল্পলাইনগুলি চালু করা হয়েছে। ওই নম্বরদুটি হল ৮৭৬৮০৯৫৮৮১ এবং ৯০৫১৪৯৯০৯৬।