তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২ বিজেপি কর্মী । সোমবার বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার সময় বিজেপির বিক্ষোভের মুখে পড়েন তিনি । তৃণমূল নেত্রীর পাইলট কারও ভাঙচুর করা হয় বলে অভিযোগ । এরপই তৎপরতার সঙ্গে তল্লাশি চালিয়ে জয়পুর এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সংগ্রাম চট্টোপাধ্যায় সহ মোট ১২ জনকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ । এদিকে, এই গ্রেফতারির প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি ।
সোমবার সকালে বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভ করছিলেন বিজেপি নেতা, কর্মীরা। তাঁদের অভিযোগ, মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ওই রাস্তা দিয়েই বাঁকুড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা । সেইসময় বিজেপির পথ অবরোধের মুখে পড়েন তিনি । অভিযোগ, সায়ন্তিকার কনভয়ের সামনে থাকা পাইলট কার ঘেরাও করে প্রথমে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা । পাইলট কারের উপর ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ । ভেঙে যায় পাইলট কারের জানালার কাঁচও ।
বিজেপির ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর পাল্টা অভিযোগ, হার্মাদ নিয়ে তাঁদের উপর গুন্ডাগিরি করতে এসেছিল সায়ন্তিকা । এদিকে, মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ বাঁধে । উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় । গুলি, বোমাবাজিরও অভিযোগ উঠেছে ।