নিত্যযাত্রীদের জন্য খানিক স্বস্তির খবর। অফিস টাইমে শিয়ালদহ শাখার একাধিক ট্রেনে পা ফেলার জো থাকে না। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহের সমস্ত লাইনেই ১২ বগি কোচ চালু হবে কয়েক মাসের মধ্যেই। শিয়ালদহ শাখার একাধিক ৯ বগির ট্রেন চলত। এবার সমস্ত ট্রেনের ক্ষেত্রেই আরও তিনটি করে কোচ বাড়ানোর সিদ্ধান্ত পূর্ব রেলের।
Loksabha Election 2024 : ডান্ডা হাতে দিলীপ, মেসো-র পর BJP প্রার্থীর মুখে 'কাকা', তীব্র কটাক্ষ তৃণমূলকে
রেল সূত্রে খবর, ১২ বগি চালানোর পরিকাঠামো তৈরির কাজ চলছিল। সেই কাজ প্রায় শেষের দিকে। লোকসভা ভোট শেষ হলেই চালু হবে নতুন এই পরিষেবা। সেক্ষেত্রে শিয়ালদহের সমস্ত শাখায় অর্থাৎ শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন এবং শিয়ালদহ উত্তরের শাখায় ছুটবে ১২ বগির ট্রেন। বগির সংখ্যা বাড়লে অফিস টাইমে ভিড় খানিক নিয়ন্ত্রণ করা যাবে বলেও মনে করছে পূর্বরেল।