আট বছর পর আবার বন্ধ পাহাড়ে। সোমবার ১২ ঘণ্টার বন্ধ ডাকল চা বাগান শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই সোমবার বন্ধ ডাকা হয়েছে। পুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে বন্ধ ডেকেছে তারা।
জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপার দল জানিয়েছে, বন্ধের বিরোধিতা বা সমর্থন কোনওটাই করছে না তাঁরা। শ্রমিকদের পাশে রয়েছেন।
চা বাগান শ্রমিকদের বোনাসের দাবিতে চতুর্থ বার ত্রিপাক্ষিক বৈঠক হয় রবিবার। ট্রেড ইউনিয়নগুলি দাবি ছিল, ২০ শতাংশ বোনাস দিতে হবে। মালিকপক্ষ জানিয়ে দেয়, ১৩ শতাংশের বেশি বোনাস দেওয়া সম্ভব নয়। তার পরেই শ্রমিক ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যেরা। আটটি শ্রমিক সংগঠন যৌথ ভাবে সোমবার ১২ ঘন্টা বন্ধের ডাক দেয়। ফলে এর পর টি এডভাইসারি কমিটি এবং রাজ্যের শ্রম দফতরকে ওই বিষয়ে পদক্ষেপ করতে হবে বলে জানা গিয়েছে।
ধস এবং বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে রবিবার শিলিগুড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার কলকাতায় ফেরার কথা।
বন্ধ প্রসঙ্গে বাম শ্রমিক সংগঠন সিটুর দাবি, মালিকেরা কোনও ভাবেই শ্রমিকদের ভাল চান না। পূজোর মুখে শ্রমিকদের অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।