বানারহাটে(Banarhat) ভয়াবহ পথ দুর্ঘটনা(Road Accident in Alipurduar)। আহত হলেন প্রায় ১২ জন। ক্যাটারিং সেরে ফেরার পথে সন্ধ্যা ৭ টা নাগাদ ৩১ সি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে চার চাকার ছোট গাড়িটি। আহতদের উদ্ধার করে বানারহাট(Banarhat) প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুতগতির ওই গাড়িটির সামনে আচমকাই চলে আসে একটি গরু(Cow)। তাকে বাঁচাতে গিয়েই চোখের নিমেষে উলটে যায় গাড়িটি(Car)। গাড়ির সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গরুটি রাস্তার অন্যদিকে ছিটকে পড়ে।
আরও পড়ুন- East-West Metro: নববর্ষের উপহার, ১ বৈশাখে চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো, জুড়বে শিয়ালদহ-সেক্টর ৫
বিকট শব্দে ছুটে আসেন এলাকার লোকজন। তাঁরাই আহতদের উদ্ধার করে প্রথমে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে(Banarhat Primary Health Center) নিয়ে যান। তবে ১২ জনের মধ্যে ৪ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।