প্রথমে অপহরণ। পরে কলকাতার সেই কিশোরীকেই মহারাষ্ট্রে নিয়ে গিয়ে যৌন পেশায় নামতে বাধ্য করার অভিযোগ। পকসো এবং মানব পাচার আইনে গ্রেফতার অভিযুক্ত দম্পতি।
জানা গিয়েছে, কলকাতা থেকে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে মহারাষ্ট্রের নাগপুরে নিয়ে যান অভিযুক্তরা। ঘটনা জানাজানি হতেই তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নাগপুরের ব্রহ্মপুরী এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল ওই কিশোরীকে। কলকাতা থেকে প্রথমে তাকে নাগপুরে আনা হয়েছিল। সেখান থেকে নিয়ে যাওয়া হয় চন্দ্রপুরে। সেখান থেকে আবার নাগপুর হয়ে কিশোরীকে পাঠানো হয় ব্রহ্মপুরীতে। গোপন খবরের ভিত্তিতে সেখানে হানা দিয়ে কিশোরী সহ হাতেনাতে ধরা হয় দম্পতিকে। ধৃতরা হলেন মনজিত রামচন্দ্র লোটানে (৪০) এবং চন্দা মনজিত লোটানে (৩২)।
আরও পড়ুন- Sodepur News : সোদপুরের হোমে কিশোরের রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের
নাগপুরের স্থানীয় একটি সামাজিক সংগঠনের অভিযোগের ভিত্তিতে এই অপহৃত নাবালিকার খোঁজ পায় পুলিশ। যে সব মেয়েকে জোর করে যৌনবৃত্তি গ্রহণে বাধ্য করা হয়, তাঁদের হিতার্থে কাজ করে ওই সংগঠন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই উদ্ধার করা হয় কিশোরীকে।