মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে রাতের অন্ধকারে লোক ঢুকেছিল। তারপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার জেরেই ইতিমধ্যেই নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মীকে সরিয়ে ডিউটি থেকে দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে বৈঠক হয় নবান্নয়। সূত্রের খবর, নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও (Security) খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আগামীতে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার ( CM's residence security) দায়িত্বে থাকা ১ জন ইন্সপেক্টর, ১ জন সার্জেন্ট ও ২ জন কনস্টেবল সহ মোট ১৫ জন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকজনকে সরানো হতে পারে বলে খবর।
আরও পড়ুন: ফের মাঝ আকাশে বিপত্তি, করাচিতে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢোকার পর গত কয়েকদিনে তাঁর বাড়ির পাশাপাশি নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। নবান্নের কোন গেট দিয়ে কারা ঢোকেন, তাঁদের নামের এন্ট্রি হয় কি না খতিয়ে দেখা হচ্ছে সেসব। শুধু তাই নয়, নবান্নের প্রতিটি ফ্লোরে যে পুলিশকর্মীরা দায়িত্বে থাকছেন, এবার থেকে তাঁদের অ্যান্ড্রয়েড ফোন গেটে জমা দিয়ে তারপর ঢুকতে হবে। কোনওরকম অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না বলে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। সেখানেও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের ডিউটি শুরুর আগে ফোন জমা রাখতে হবে। এছাড়া জানা গিয়েছে, নিরাপত্তার জন্য আরও উঁচু হতে পারে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল।