হুগলিতে ফের ডেঙ্গিতে মৃত্যু। এবারে এই মশা বাহিত রোগের বলি হল কায়নাথ পারভিন নামে মাত্র ১৫ বছর বয়সি এক নাবালিকা। হুগলির বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকা।
পরিবার সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল কায়নাথ। শুক্রবার দুপুরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রাতেই তার মৃত্যু হয়।
নাবালিকার মৃত্যুতে এলাকাবাসীর ক্ষোভ উগড়ে উঠেছে পুরসভার বিরুদ্ধে। অভিযোগ, ড্রেন ঠিকমতো পরিষ্কার করা হয় না, মশা নিধনের ক্ষেত্রে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
গত বুধবার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে উত্তরপাড়ার এক ব্যক্তির। এবার বৈদ্যবাটির নাবালিকার মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন হুগলির বাসিন্দারা।
রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিভিন্ন জেলায় ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যা চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যকর্তাদের। হুগলিতে এখনও পর্যন্ত ডেঙ্গির কারণে ন'জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ছাড়িয়েছে ৬ হাজার।