বৈশাখ এলেই বাঙালি যেন একটু বেশি করে ডুবে থাকে রবীন্দ্র ভাবনায়। এবারেও তার অন্যথা হয়নি। আজ ২৫ বৈশাখ, রবি ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী।
দুই বাংলাজুড়েই প্রায় গোটা বৈশাখ মাসজুড়েই হয় রবি-স্মরণ। তবে আজকের দিনটা একটু বেশিই কাছের, আজ সেই দিন, 'জন্মেরও প্রথম শুভক্ষণ'। রবীন্দ্রনাথের গান-কবিতা-গল্প-উপন্যাস-নাটক নিয়ে আজ দিনভর চর্চা হবে। তাঁর সৃষ্টিতেই নিমগ্ন থাকবে গোটা জাতি। সব মিলিয়ে আট থেকে আশির কাছে আজ রবি-দিন।
উৎসব-উদযাপনে আয়োজন যেমন থাকে, আবার আড়ম্বরের আতিশয্যে অনেকসময়ই মানুষের মন থেকে হারায় রবীন্দ্র ভাবনা। সেই ভাবনা বিকোশিত হোক, প্রতি দিন, বারো মাস, বছর ভর। এই হোক ২৫ বৈশাখের প্রার্থনা।