বৃহস্পতিবার সারদামায়ের ১৭০-তম জন্মতিথি। আর এই উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ (Belur Math)। একইসঙ্গে মা সারদার জন্মভিটে বাঁকুড়ার জয়রামবাটিতেও পালিত হচ্ছে মা সারদার জন্মতিথি। সেজে উঠেছে জয়রামবাটি মাতৃমন্দির। সকাল থেকে অগণিত ভক্ত হাজির হয়েছেন কামারপুকুর জয়রামবাটিতে (Jairambati, Bankura)।
সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে গিয়েছে জয়রামবাটি মাতৃমন্দিরে। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয়েছে।
দিনভর বিশেষ পুজো, ভোগ, বেদপাঠ, মায়ের কথা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মতিথি উৎসব। সারাদিন ধরে চলবে এই বিশেষ অনুষ্ঠান। বাগবাজারের মায়ের বাড়িতেও (Bagbazar Maer bari) সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পূজা। সেখানেও ভক্তদের ঢল নেমেছে ভোর থেকে।
করোনার কারণে গত দুই বছর বন্ধ ছিল অনুষ্ঠান। তবে, গত বছর থেকে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। গত বছরের মতো এ বছরও এই অনুষ্ঠান বেলুড় মঠ (Belur Math) পালন করছে ভোরবেলা থেকেই৷ ভোর ৪:৪৫ মিনিটে শুরু হয়েছে বেলুড় মঠের অনুষ্ঠান৷ প্রথমে মঙ্গল আরতি হয়৷
আরও পড়ুন- বাঁকুড়ায় এক টুকরো বৃন্দাবন দেখতে দর্শনার্থীদের ভিড়
এছাড়াও রয়েছে বেদ পাঠ, স্তব গান, ভজন, বিশেষ পুজো, হোম, মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি, গীতিনাট্য, শ্যামা সংগীত, পদাবলী কীর্তন, ভজন, ধর্ম সভা৷ দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে৷ প্রসাদ বিতরণের পরেও রয়েছে নানা অনুষ্ঠান৷ এরপর সন্ধ্যা আরতি ও ভজন দিয়ে শেষ হবে এদিনের মা সারদার জন্মতিথি অনুষ্ঠান।