2025 long Weekends List: ২০২৫ সালে লম্বা উইকেন্ডের ছড়াছড়ি! জানেন তো?

Updated : Jan 07, 2025 15:02
|
Editorji News Desk

নিউ ইয়ারের ক্যালেন্ডার হাতে পেয়ে নিশ্চয়ই দেখে নিয়েছেন কোন দিন কী ছুটি নেওয়া যেতে পারে। বছরের শুরু থেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করার জন্য লং উইকেন্ডের দিকে তাকিয়ে থাকেন অনেকেই। আর এই বছরের ক্যালেন্ডারে রয়েছে একের পর এক লং উইকেন্ড। এবার শুধু হলিডে প্ল্যান করে নেওয়ার পালা।  

জানুয়ারি মাস, ১৩ জানুয়ারি সোমবার লহরির ছুটি রয়েছে। মঙ্গলবার মকরসংক্রান্তির ছুটি রয়েছে। ফলে শনি, রবি, সোম এবং মঙ্গল মোট চারদিনে হয়ে যাবে লম্বা ছুটি।

ফেব্রুয়ারিতে কোনও লং উইকেন্ড না থাকলেও মন খারাপ করার কিছু নেই  মার্চে থাকছে ডাবল ধামাকা। একটা নয় মাসজুড়ে রয়েছে দুটো লং উইকেন্ড। প্রথমেই রয়েছে চারদিনের লম্বা ছুটি। ১৩ মার্চ দেশের অনেক রাজ্যেই হোলিকা দহনের ছুটি থাকে। শুক্রবার পড়েছে হোলি। এই দু'দিন ছুটির সঙ্গে উইকেন্ডের ছুটি মিলিয়ে পেয়ে যাবেন লম্বা ছুটি।

এই বছর ৩১ মার্চ সোমবার ঈদের ছুটি। উইকেন্ডের সঙ্গে সোমবারের ছুটি অ্যাড করে নিলে লং উইকেন্ড হয়ে যাবে। যদি সোমবারের বদলে ঈদের চাঁদ মঙ্গলবার দেখা যায় তাহলে আর একটি দিনের বোনাস ছুটি পেয়ে যেতে পারেন। 

আসছি এপ্রিল মাসে। ১০ এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী রয়েছে, শুক্রবার যদি কোনও ভাবে বসের থেকে একটা ছুটি ম্যানেজ করতে পারেন তাহলেই কেল্লাফতে। মোট চারদিনের লং উইকেন্ড প্ল্যান করতে পারেন সহজেই।

নিউ ইয়ারের ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ এপ্রিল গুড ফ্রাই-ডে। শুক্র- শনি আর রবি মিলিয়ে তিন দিনের লম্বা ছুটি। 

১ মে বৃহস্পতিবার, পয়লা মে-র পরদিন শুক্রবার একটা ছুটি কোনও ভাবে ম্যানেজ হলেই শনি-রবি মিলিয়ে চার দিনের লং উইকেন্ড। ১২ মে সোমবার বুদ্ধ পূর্ণিমা। শনিবার, রবিবারের পর সোমবার বুদ্ধ-পূর্ণিমার ছুটি মিলিয়ে তিন দিনের ছুটি।

জুন আর জুলাই মাসে কোনও লং উইকেন্ড নেই। কিন্তু ১৫ অগাস্ট শুক্রবার। এরপর শনি এবং রবি পরপর ফের তিনটি দিনের ছুটি পেয়ে যাবেন। 

এই বছরের ক্যালেন্ডার অনুযায়ী ৫ সেপ্টেম্বর শুক্রবার ঈদ এবং ওনামের ছুটি রয়েছে।  শনি এবং রবি মিলে গেলেই পরপর তিনটে দিনের ছুটি। 

অক্টোবর মানেই শুরু হয়ে গেল ফেস্টিভ্যাল মান্থ। ১ অক্টোবর বুধবার নবমী। ২ অক্টোবর বৃহস্পতিবার দশমী। একই দিনে রয়েছে গান্ধী জয়ন্তী। মাঝে শুক্রবার একটা দিন ছুটি পেলেই শনি ও রবি পরপর তিনটে দিনের ছুটি। আর এই পাচদিনের লম্বা ছুটিতে প্ল্যান করা যায় ড্রিম ডেসটিনেশন ভ্যাকেশন।  

২০ অক্টোবর সোমবার দীপাবলি। তার আগের শনিবার ও রবিবার। পরপর তিনদিন ছুটি। ওই উইকেই ২২ অক্টোবর বুধে রয়েছে গোবর্ধন পুজো। ২৩ অক্টোবর বৃহস্পতিবার রয়েছে ভাইফোঁটা। শুক্রবার ছুটি নিলেই পাঁচ দিনের লম্বা ছুটি।  

এই বছর ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার। শুক্রবার একটা ছুটি পেলে সহজেই হয়ে যাবে চারদিনের ইয়ার এন্ড ট্রিপ।   

weekend

Recommended For You

editorji | লোকাল

Tiger Jamuna : এ যেন এক দুজে কে লিয়ে, বাঘিনী জিনাতকে খুঁজতেই কি এবার বাংলায় যমুনা ?

editorji | লোকাল

Free Wi-Fi On Flights : নিউ ইয়ারে নতুন উপহার, মাঝ আকাশেই হোয়াটসঅ্যাপ কল করা যাবে

editorji | লোকাল

Gangasagar Mela Security: ভিড়ে ঢুকে পড়তে পারে জঙ্গি, গঙ্গাসাগরে অনুপ্রবেশের ছক, সতর্ক রাজ্য প্রশাসন

editorji | লোকাল

Malda Murder: নেতা খুনের পর কোন গলি দিয়ে পালাতে হবে? ১০ দিন ধরে মালদা রেইকি দুষ্কৃতীদের 

editorji | লোকাল

Mamata Banerjee: প্রাথমিকে চালু হবে না সেমিস্টার পদ্ধতি, ব্রাত্যকে ধমক দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর