গরুপাচার মামলায় এবার বোলপুরের বেসরকারি ব্যাঙ্কে অনুব্রত ঘনিষ্ঠদের আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার বোলপুর শাখার একটি বেসরকারি ব্যাঙ্কের দুই আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিনিকেতনের রতন কুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় দুই আধিকারিককে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতদের এই বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে বলে দাবি সিবিআই সূত্রে। বছরে কত টাকা লেনদেন হয়েছে, তা বিস্তারিত জানতে বৃহস্পতিবারও ফের ডেকে পাঠানো হয় ওই ব্যাঙ্কের দুই আধিকারিককে।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই ব্যাঙ্কে লেনদেনের দিকে নজর সিবিআইয়ের। এর আগে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও অন্য একটি বেসরকারি ব্যাঙ্কের বোলপুর শাখায় যান সিবিআই আধিকারিকরা। সেখানে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বেশ কয়েকটি অ্যাকাউন্টের হদিশ পাওয়া যায়। সেই ব্যাঙ্কে কত টাকা লেনদেন হয়েছে, তার তথ্য আগেই সংগ্রহ করেছে সিবিআই। তদন্তকারীদের নজরে এবার আরও একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট।
বুধবার আদালতে তোলা হয় অনুব্রত মন্ডলকে। সেখানে সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন, এনামূলের সঙ্গে যে টাকার লেনদেন হয়েছে, তাদের হাতে সেই তথ্য আচে। এছাড়া বহু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। আদালতে জামিনের আবেদন খারিজ করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। ওই মামলার পরবর্তী শুনানি ২১ সেপ্টেম্বর।