Gangasagar High Tide: ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস গঙ্গাসাগরে, ভাঙল রাস্তা, ওলটালো মাছ ভর্তি ট্রলার 

Updated : Jul 22, 2024 15:36
|
Editorji News Desk

চলছে পূর্ণিমার ভরা কোটাল। আর তার জেরেই উত্তাল বঙ্গোপসাগর। এরই মধ্যে সোমবার সকালে উল্টে গেল দুটি মাছ ভর্তি ট্রলার। যদিও মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সুস্থ রয়েছেন তাঁরা। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসের জেরে কপিলমুনির আশ্রম সংলগ্ন কয়েকটি রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। সতর্ক করা হচ্ছে বাসিন্দা এবং দোকানদারদের।

জানা গিয়েছে, গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন একদল মৎস্যজীবী। সেইসময় ইলিশ সহ সামুদ্রিক মাছভর্তি দুটি নৌকা উল্টে যায়। প্রাথমিকভাবে খবর, প্রায় ৪০ থেকে ৫০ কুইন্টাল মাছ জলে ভেসে গিয়েছে। 

এদিকে ভরা কোটালের জেরে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে বঙ্গোপসাগরে। যার ফলে কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। প্রশাসনের তরফে অতি দ্রুত দোকানদার এবং বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ী দোকানগুলিও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি বেশ কয়েকটি নদীবাঁধের একাধিক জায়গা ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের তরফে নজরদারির চালানোর পাশাপাশি পর্যটকদেরও সচেতন করা হচ্ছে।  

এবিষয়ে এক আশ্রমিক জানিয়েছেন, যেভাবে জলোচ্ছ্বাস শুরু হয়েছে তাতে যে কোনও সময় কপিল মুনির আশ্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। 

Gangasagar

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী