কয়েকমাস আগে দুই রাজমিস্ত্রির সঙ্গে একই পরিবারের দুই গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা শোরগোল ফেলেছিল হাওড়ায় (Howrah)। পরে দুই গৃহবধূ সংসারে ফিরে আসার পর তাঁদের গ্রহণ করেনি পরিবার। এবার বাগদায় (Bagda) ঘটল প্রায় একই ঘটনা। সংসার ছেড়ে দুই টোটোচালকের সঙ্গে পালিয়ে শিরোনামে ফের একই পরিবারের দুই গৃহবধূ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগদা থানার আন্দুলপোতা ও সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুই গৃহবধূকে বাড়িতে ফিরে আসার আবেদন জানালেন বৃদ্ধ শ্বশুর শিবুপদ পাল। থানার দ্বারস্থ হয়েছে পরিবার৷
আরও পড়ুন: সুইসাইড নোটে বাড়ছে ধোঁয়াশা, অসুস্থতা নাকি ব্যর্থতা, কী কারণে মৃত্যু বিদিশার?
বাগদা থানা এলাকায় দীর্ঘদিনের বাস পাল পরিবারের ৷ শিবুপদ পালের তিন ছেলের মধ্যে বড় ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে বাইরে থাকেন ৷ কর্মসূত্রে মেজো ও ছোট ছেলে পুনেতে থাকেন ৷ স্ত্রী, দুই বৌমা ও নাতি নাতনিদের নিয়ে বাগদার বাড়িতে থাকেন শিবুপদ বাবু৷ ছেলেদের অনুপস্থিতিতে বিশ্বজিৎ মণ্ডল ও শিবু মজুমদার নামে দুই টোটোচালকের সঙ্গে পরিচয় হয় পাল বাড়ির দুই বধূর৷ তারপর ধীরে ধীরে প্রেম (Extra marital affairs)৷ সেই প্রেম এতটাই গভীর যে, পরিবার ছেড়ে বাড়ি থেকে পালিয়ে (Housewives eloped with toto drivers) যেতে পিছপা হননি দুই মহিলা ৷ মেজো বউয়ের দুটি ছেলে রয়েছে৷ মেজো বউ একা বাড়ি ছাড়লেও ৯ বছরের ছেলেকে নিয়েই ভালবাসার মানুষের হাত ধরেছেন ছোট বউ৷
সূত্রের খবর, টোটোচালক বিশ্বজিৎ মণ্ডল ও শিবু মজুমদারের সংসার আছে। একটি করে কন্যাসন্তানও রয়েছে তাঁদের। শিবু মণ্ডলের স্ত্রী বলেন, ‘নিমন্ত্রণ খেতে যাচ্ছি বলে বেরিয়েছিল। পরে জানতে পারি, ওরা দুই বন্ধু পালবাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে। ফোন বন্ধ। ফিরে এলে মেনে নেব।’