দুজনের প্রেম। থাকতে চেয়েছিল একসঙ্গে। কিন্তু, দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে দিতে রাজি হয়নি পরিবারের লোক। একই গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল নদিয়ার (Nadia suicide news) তেহট্টের দুই নাবালক ও নাবালিকা। নাতনা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র সজল মণ্ডল ও দেবনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বিজয়া বিশ্বাসের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
আরও পড়ুন: পুজোর মরসুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর!সেপ্টেম্বরের বেতন পাবেন চলতি মাসেই
জানা গিয়েছে, তাদের পরিবার বিয়ের কথা মানতে না চাওয়ায় বুধবার দুজনে বাড়ি (Nadia suicide news) থেকে বেরিয়ে গিয়েছিল। সারারাত তাদের হদিশ মেলেনি। এদিন সকালে করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান এলাকায় ঝুলন্ত অবস্থায় (Nadia suicide news) দুজনের দেহ উদ্ধার হয়। একই গাছ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে তারা। খবর যায় করিমপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে করিমপুর হাসপাতালে পাঠায়। দুজনকেই 'মৃত' (Dead) বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সন্তানদের হারিয়ে পরিবারের আক্ষেপ, দুজনের কথা শুনে নিলে তাদের এই পরিণতির সম্মুখীন হতে হতো না।