বর্ধমানে সুস্বাস্থ্য কেন্দ্র। বন্যা পরিস্থিতি মোকাবিলার পদক্ষেপ। মোট ২ লক্ষ ৩০ হাজার মানুষ সরকারি পরিষেবা পাচ্ছেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের (East Burdwan) সভা থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর। পূর্ব বর্ধমানে প্রথম ফরেনসিক ল্যাব তৈরি হয়েছে। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, বীরভূম। এখানকার লোকদের আর কলকাতা আসতে হবে না। ফরেনসিক টেস্টের জন্য এখান থেকেই এই সুবিধা পাবেন। ৪ কোটি টাকা খরচ করে এটা তৈরি করা হয়েছে।"
আরও পড়ুন: হজমি ভেবে সহপাঠীর দেওয়া কীটনাশক খেয়ে ফেলেছিল, পূর্ব বর্ধমানে মৃত্যু ৯ বছরের খুদের
এরপরই সরকারি পরিষেবার তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আজকের এই জেলায় মনে রাখবেন ২ লক্ষ ৩০ হাজার মানুষ পরিষেবা পাচ্ছেন। তারা কেউ না কেউ, কিছু পাচ্ছেনই।"