শিলিগুড়িতে জমিকাণ্ডে আগেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রমাণিককে। এবার ওই একই অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের নাম বিমল রায় এবং মহম্মদ কালাম। তাঁদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।
যদিও পুরো ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন বিমল রায়। তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। এমনকি তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস প্রমাণিকের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বলে জানিয়েছেন।
এদিকে তৃণমূল নেতা সহ দুজনের গ্রেফতারি প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা সভানেত্রী পুরো বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেকারণে কোনও মন্তব্য করবেন না তিনি।
এর পাশাপাশি বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেবাশিসের প্রসঙ্গ উল্লেখ করে জানান, বেআইনি কাজ করলেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।