ঘরে একা ছিলেন বৃদ্ধ। গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি। বৃদ্ধের বর্ণনায় এক দুষ্কৃতীকে ধরে ফেললেন স্থানীয়রাই। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার মিশনপল্লীতে। ঘটনায় গ্রেফতার গাড়ির চালক-সহ ২। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা বৃন্দাবন সিংহ রায়। বয়স ৬৭। পুলিশকে তিনি জানান. বাড়িতে একাই ছিলেন। ছেলে ও বৌ আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। দুপুরে পুজো করারল পর আচমকা তাঁর গলা. চাকু ধরে একজন। তাদের মুখ ঢাকা ছিল বলে জানা গিয়েছে। বৃদ্ধের হাত-পা বেধে পুরো ঘর তছনছ করা হয়। প্রায় ৩ লক্ষ টাকার মতো নগদ, একশো গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয়। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই ডাকাতি। দুষ্কৃতীরা চলে যেতেই মুখের কাপড় খুলে চিৎকার শুরু করেন বৃদ্ধ। তাই শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা।
পায়ে হেঁটেই এসেছিল দুষ্কৃতীরা। বৃদ্ধের বর্ণনা শুনে একজনকে ধরে ফেলেন প্রতিবেশীরা। ধৃতের নাম নাজমুল হোসেন শেখ। তার বাড়ি ক্যানিং এলাকায়। বেশ কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে।