সিকিমে ধস নেমে মৃত্যু হল জলপাইগুড়ির ২ শ্রমিকের(Sikkim Landslide)। মৃতরা হলেন রবি রায় এবং সুধামার ওঁরাও। গত শুক্রবার পেলিংয়ে স্কাইওয়াকের কাজ চলাকালীন আচমকাই ধস নামে। সেইসময় কাজ করছিলেন ৮ শ্রমিক। ধসে চাপা পড়ে যান ৪ জন। উল্লেখ্য, ওই ৮ শ্রমিকই জলপাইগুড়ি(Jalpaiguri worker death in Sikkim) জেলার রাজগঞ্জ ব্লকের বারোপেটিয়া গ্রামপঞ্চায়েতের ঝাকুয়াপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর আচমকাই ধস নামে ওই এলাকায়। চাপা পড়ে যান ৪ শ্রমিক। সঙ্গে সঙ্গেই হাসপাতালে(Sikkim Hospital) নিয়ে গেলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখন বাকি ২ জনের চিকিৎসা চলছে।
আরও পড়ুন- Sundarban Tourism: বর্ষ শেষে উপচে পড়া ভিড় সুন্দরবনে
জলপাইগুড়ির গ্রামে শ্রমিকদের গ্রামে খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতদের পরিবারের সদস্যরা সিকিমের উদ্দেশ্যে রওনা হন। তাঁদের হাতেই মৃতদেহগুলি তুলে দেয় স্থানীয় প্রশাসন।