রাজ্যে ফের বিষমদ কাণ্ডে ২ জনের মৃত্যুর অভিযোগ পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমানের (Purba Bardhaman) বাহির সর্বমঙ্গলা পাড়ায়। মৃতদের সঙ্গে মদের আসরে থাকা আরও ৩ জন গুরুতর অসুস্থ বলেই খবর। মদে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা বলেই অভিযোগ মৃতদের পরিবারের।
জানা গিয়েছে, মৃতরা হলেন বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকার বাসিন্দা শেখ হালিম ও শেখ সুবরাতি। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হালিম ও সুরবাতি-সহ পাঁচজন একই জায়গায় বসে মদ্যপান করেন। রাতে প্রত্যেকেই বাড়ি ফিরে যান। এরপরই একে একে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে হালিম ও সুরবাতিকে বর্ধমান হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। রাতেই সেখানে মৃত্যু হয় ২ জনের। রাতেই বাকি তিনজনকে ভর্তি করা হয় বর্ধমানের একটি নার্সিংহোমে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোন দোকান থেকে ওই মদ কেনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।