শিলিগুড়িতে বিষফল খেয়ে অসুস্থ প্রায় ২০ জন শিশু । জানা গিয়েছে, খেলতে গিয়ে বাদাম ভেবে একধরনের বিষফল খেয়ে ফেলে তারা । তারপরেই বমি আর পেটে ব্যথা । বর্তমানে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি রয়েছে তারা । হাসপাতাল সূত্রে খবর, বিষক্রিয়ার জেরে এমনটা ঘটেছে । বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বড় মণিরাম জোতে ।
স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে বড় মণিরাম জোতের ২৫-৩০ জন শিশু মাঠে খেলা করছিল । সেইসময় মাঠের পাশের জঙ্গলে একধরনের গাছ থেকে বিষাক্ত ফল ছিঁড়ে খায় তারা । জানা গিয়েছে, বাদাম ভেবেই ওই ফল খেতে গিয়েছিল তারা । বিষাক্ত ফল খাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই অসুস্থ বোধ করতে শুরু করে । শুরু হয় বমি আর পেটে ব্যথা। একসঙ্গে ২০ জন শিশু অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গ্রামে । এরপরই ২০ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ । হাসপাতাল সূত্রে খবর, শিশুরা এখন স্থিতিশীল রয়েছেন ।