ভাল কাজের জন্য এবছরও পুলিশ কর্মীদের পদক দিচ্ছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই সরকারের তরফে পদক প্রাপক পুলিশ (Police) কর্মীদের নাম ঘোষণা করা হয়েছে । বিভিন্ন রাজ্য থেকে সেইসব পুলিশ কর্মীদের পদক প্রদান করা হবে আজ, প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2023) দিনই । এ রাজ্য থেকেই প্রেসিডেন্ট মেডেল ও পুলিশ মেডেল পাচ্ছেন মোট ২২ জন ।
কেন্দ্রের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি(পিএমজি)পাচ্ছেন ১৪০ জন । এই তালিকায় রাজ্য থেকে কেউ নেই । প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)পাচ্ছেন ৯৩ জন। সেই তালিকায় রাজ্যের মধ্যে রয়েছেন এডিজি জাভেদ শামিম (হেড কোয়ার্টার)এবং এএসআই শিবপ্রসাদ মুখোপাধ্যায় । পুলিশ মেডেল ফর মেরিটোরিয়ায় সার্ভিস (পিএম) পাচ্ছেন ৬৬৮ জন । তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নাম মাত্র ২০ জন । সেই তালিকায় আইজি সুনীল কুমার চৌধুরী, এসিপি ধীরেন্দ্র সিং,কলকাতা ও রাজ্য পুলিশের বেশ কয়েকজন ইন্সপেক্টর, কড়েয়া থানার ওসি স্বরূপকান্তি পাহাড়ি।
স্বরূপকান্তি পাহাড়ি কোভিডের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন । বিভিন্ন সময়ে আদিবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন । বাম জমানা ও তৃণমূল জমানার মুখ্যমন্ত্রীদের হাত থেকে তুলে নিয়েছে একাধিক পদক ।