মিড ডে মিলে মাংস ভাত খেয়ে পড়ুয়াদের অসুস্থ হওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে। গুরুতর অসুস্থ হয়ে ৫ পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে ১৫ জনকে। মিড মিলের খাবার থেকেই এই অসুস্থতা বলে অভিযোগ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২০ জন পড়ুয়া আছেন। এদিন তাদের মিড ডে মিলে মাংস, ভাত দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই মাংস ভাত খেয়ে কমপক্ষে ২০ জন অসুস্থ হয়েছে বলে অভিযোগ। প্রত্যেকেরই পেট ব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ শুরু হয়। প্রথমে তাদের গেওখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সদস্যরা জানিয়েছেন, এখন ঠিক আছে পড়ুয়ারা।
পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই মহিষাদল গ্রামীণ হাসপাতালে যান মহিষাদলের BMOH ড. কল্যাণ মিদ্যা। তিনি বলেন, "মিড ডে মিল খাওয়ার পর বাচ্চারা অসুস্থ বোধ করে। স্কুলের শিক্ষকরাই তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অনেককে ছেড়ে দেওয়া হয়। কয়েকজনকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিদর্শন করেছি। কী থেকে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। খাবারের নমুনা সংগ্রহ করা হচ্ছে। জলও পরীক্ষা করতে বলেছি।"