Mid day Meal: মিড ডে মিলে মাংস ভাত খেয়ে অসুস্থ ২০, হাসপাতালে ভর্তি ৫ পড়ুয়া

Updated : Aug 16, 2022 11:14
|
Editorji News Desk

মিড ডে মিলে মাংস ভাত খেয়ে পড়ুয়াদের অসুস্থ হওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে। গুরুতর অসুস্থ হয়ে ৫ পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হয়েছে ১৫ জনকে। মিড মিলের খাবার থেকেই এই অসুস্থতা বলে অভিযোগ।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে মোট ১২০ জন পড়ুয়া আছেন। এদিন তাদের মিড ডে মিলে মাংস, ভাত দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই মাংস ভাত খেয়ে কমপক্ষে ২০ জন অসুস্থ হয়েছে বলে অভিযোগ। প্রত্যেকেরই পেট ব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ শুরু হয়। প্রথমে তাদের গেওখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সদস্যরা জানিয়েছেন, এখন ঠিক আছে পড়ুয়ারা।

পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই মহিষাদল গ্রামীণ হাসপাতালে যান মহিষাদলের BMOH ড. কল্যাণ মিদ্যা। তিনি বলেন, "মিড ডে মিল খাওয়ার পর বাচ্চারা অসুস্থ বোধ করে। স্কুলের শিক্ষকরাই তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অনেককে ছেড়ে দেওয়া হয়। কয়েকজনকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিদর্শন করেছি। কী থেকে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে। খাবারের নমুনা সংগ্রহ করা হচ্ছে। জলও পরীক্ষা করতে বলেছি।" 

Schoolmid day mealEast Midnapur

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা