দক্ষিণ দমদম (South Dumdum) যেন ডেঙ্গির (Dengue) আঁতুড়ঘর। ফের ডেঙ্গিতে মৃত্যু হল ওই এলাকার এক তরুণীর। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম সমাপ্তি মল্লিক। বয়স ২০ বছর। তিনি দক্ষিণ দমদম পুরসভার মতিঝিল এলাকার এমএম ঘোষ রোডের বাসিন্দা।
জানা গিয়েছে, জ্বরের কারণে ওই তরুণীকে শনিবার রাত ১০টার পর আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁর চিকিৎসা করার খুব বেশি সময় পাননি চিকিৎসকেরা। শনিবার গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ আছে।
আরও পড়ুন - নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, রবিবারও ভিজবে দক্ষিণবঙ্গ
একাধিক জেলায় ডেঙ্গির হটস্পট তৈরি হয়েছে। উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম তাঁর মধ্যে অন্যতম। পুরসভা ডেঙ্গি মোকাবিলায় তড়া ব্যবস্থা নিচ্ছে। কলকাতা পুরসভাও একাধিক পদক্ষেপ নিয়েছে।