টেট দুর্নীতি নিয়ে বিতর্ক যেন থামার নাম করছে না। সদ্য হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে যখন ২০২২ সালের টেটের ওএমআর শিট পাওয়া যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়ি থেকে। এই আবহে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানাল, ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের OMR উত্তরপত্র তাদের হেফাজতে একেবারে সুরক্ষিত রয়েছে। পর্ষদের আরও দাবি, প্রযুক্তিগত কারণে উত্তরপত্র বিকৃত করা সম্ভব নয়। প্রার্থীদের চিন্তা দূর করতে আশ্বাস দিয়ে পর্ষদ আরও জানায়, শীঘ্রই পর্ষদ ‘পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ভাবে’ ২০২২ সালের টেটের ফল প্রকাশ করবে৷ চাইলে পোর্টালে নিজেদের উত্তরপত্র মিলিয়েও দেখতে পারবেন প্রার্থীরা।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে OMR শিট বাজেয়াপ্ত করে ইডি (ED) । জানা যায় , তাঁর বাড়ি থেকে ১৮৯টি ওএমআর শিট পাওয়া গিয়েছে । ইডি সূত্রে খবর, এর মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের । ঘটনার তীব্র নিন্দা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।