বিটি রোড রুটের ৭৮ এবং ২১৪/এ দুই বেসরকারি বাসের রেষারেষি চলছিল মহাত্মা গান্ধী রোড থেকেই। সোমবার এর জেরে উত্তপ্ত হয় সোদপুর। অভিযোগ সোদপুর গির্জার মোড়ের কাছে এসে ৭৮ নম্বর বাসের ড্রাইভার ২১৪/এ বাসের কাঁচ ভেঙে দেয়। সেখান থেকেই ছড়ায় উত্তেজনা। এরপর গির্জামোড়ে এসে ২১৪/এ বাসের কর্মীরা ৭৮ নম্বর বাস থামিয়ে ক্ষতিপূরণ চায়। তখন থেকেই বাধে বচসা, শুরু হয় মারামারি।
আরও পড়ুন: শীত আসতে এখনও ঢের দেরি, তবে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আবহাওয়ায় আবতে পারে বড় বদল
ঘটনাস্থলে এসে পৌঁছয় খরদহ থানার পুলিশ, সেই সময় ৭৮ নম্বর বাসটি ব্যারাকপুরের দিকে বেরিয়ে যায়। পরে আরও ৩০ ৪০ জন লোক নিয়ে এসে ২১৪/এ বাসের উপর চড়াও হয় তারা। বাধা দিতে গেলে ২১৪/এ রুটের বাস মালিককে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ ওই রুটে ২১৪/এ বাস চলাচল। ৭৮ নম্বর বাসের কাউকে গ্রেফতার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখারই হুঁশিয়ারি দিয়েছেন তারা। ২১৪/এ প্রায় ৩০ টি বাস বন্ধ থাকায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।