২০২৪ সালে বিজেপি (BJP) একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না ৷ ২১-এর মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) । তৃণমূল নেত্রীর দাবি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেই ঐক্যবদ্ধ হবে বিরোধীরা (Mamata Banerjee Slams BJP) ৷ তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, বিরোধীরা একজোট হয়ে ২৪-এ দিল্লিতে বিকল্প সরকার গড়বে । আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল (TMC)।
শহিদ দিবসে মমতার বক্তৃতার বেশিরভাগ অংশ জুড়ে ছিল বিজেপি । ২১-এর মঞ্চ থেকে আবারও তিনি স্পষ্ট করে দিলেন, লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠানোই লক্ষ্য । তাঁর স্লোগান, 'চব্বিশে বিজেপির কারাগার ভাঙো । মানুষের সরকার আনো।' তিনি চান, ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন, 21 July Sahid Diwas: 'বাংলাকে টার্গেট করবেন না,' একুশের মঞ্চে বিজেপিকে হুঁশিয়ারি মমতার
মমতার বার্তা, “আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। হুঁশিয়ার থেকে লড়াই করতে হবে। আপনি যত হুঁশিয়ার হবেন, বিজেপি তত পিছু হঠবে। ওরা অহংকারী হোক, আমরা মানবিক হব।”