শিলদায় EFR ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত। বিচারক সালিম শাহী মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন। জামিনে মুক্ত ছিলেন ওই ২৩ জনই। এদিন তাঁদের মধ্যে ২২ জন আদালতে হাজির ছিলেন এবং একজন অসুস্থ থাকায় তাঁকে আদালতের বাইরে অ্য়াম্বুল্যান্সে রাখা হয়েছিল। ২০১০ সালে ওই হামলার ঘটনা ঘটে।
কতজনের বিরুদ্ধে মামলা চলছিল?
এদিন সরকারি আইনজীবী জানান, পুরো ঘটনায় জড়িত ছিলেন মোট ২৪ জন মাওবাদী। তার মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি ২৩ জনের বিরুদ্ধে মামলা চলছিল। তাদের সকলকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি EFR ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেই বছরই ১৫ ফেব্রুয়ারি ওই ক্যাম্পে হামলা চালানো হয়। সেসময় ওই ক্যাম্পে থাকা ২৪ জন EFR জওয়ানের মৃত্যু হয়। ওই ঘটনার পরেই তুলে দেওয়া হয় EFR ক্যাম্প।