শুক্রবার দেশজুড়ে ২৮৭টি লোকাল প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। ৪৪টি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন ও ৪০টি ট্রেনের যাত্রাপথ ছোট করা হয়েছে। এর মধ্যে রাজ্যেরও বেশ কিছু ট্রেন তালিকায় আছে।
শুক্রবার বাতিল করা হয়েছে আজিমগঞ্জ-নলহাটি আপ ও ডাউন লোকাল। আসানসোল-বোকারো স্টিল সিটির ট্রেনও বাতিল করা হয়েছে। শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতা বইমেলা উপলক্ষে ১২০'টি মেট্রো চলবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে
শিয়ালদহ মেন ও সাউথ সেকশনের বেশ কতগুলি ট্রেনও বাতিল করা হয়েছে। আপ ও ডাউন তিনজোড়া নৈহাটি লোকাল ও রানাঘাট-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। দক্ষিণে নামখানা ও লক্ষ্মীকান্তপুর লোকালও বাতিল থাকবে। হাওড়া কর্ড লাইনে বারুইপাড়া, চন্দনপুর লোকালও বাতিল থাকছে। ব্যান্ডেল-বর্ধমান লোকালও বাতিল করা হয়েছে। শুক্রবার হাওড়া-আমতা লোকালও বাতিল করা হয়েছে।