সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে ফের আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)। প্রথমটির মতো দ্বিতীয় ভাইরাল ভিডিয়োতেও BJP-র মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা গিয়েছে। এবং সেখানে টাকা পয়সা নিয়ে হিসেবের কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।
ওই ভিডিয়োতে গঙ্গাধর কয়ালের বক্তব্য অনুযায়ী, আন্দোলন করানোর জন্য এখনো পর্যন্ত ৭২ জনকে টাকা দেওয়া হয়েছে। এমনকি কয়েকজন আন্দোলনকারী মোবাইল ফোনও পেয়েছেন। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে গঙ্গাধর দাবি করছেন, জেলিয়াখালি এবং বেড়মজুর এলাকার মহিলাদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।
Read More- রবিবার ব্যারাকপুর ও হাওড়ায় মেগা প্রচার, জনসভা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
এদিকে রবিবারই রাজ্যে নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদী। শনিবার রাতেই রাজভবনে পৌঁছেছেন তিনি। সেখানেই রাত্রিবাস করেছেন। ওইদিন রাতেই সন্দেশখালি নিয়ে দ্বিতীয় ভিডিয়ো ভাইরাল হওয়ায় ফের BJP নেতৃত্ব চাপে পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এর আগে সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছিল সন্দেশখালির BJP মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে। ভিডিয়োতে তিনি বলেছেন, সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা। পুরোটাই সাজানো ঘটনা। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।