আবারও এক শিশুর মৃত্যু। শনিবার সকাল থেকে বিসি রায় হাসপাতালে তিনজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শেষ আট দিনে রাজ্যে মোট ৩৩ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সওয়া ১১ টা নাগাদ আড়াই মাসের শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু কন্যার নাম আরাধ্যা চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার হাতিয়ারার বাসিন্দা। জ্বর, সর্দি, কাশি নিয়ে দিন-পাঁচেক ধরে অসুস্থ ছিল সে। শুক্রবার বিকালে তাকে বি সি রায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে মৃত্যু হয় একরত্তির।
Adenovirus: অ্যাডিনোভাইরাসের দাপটে জেরবার রাজ্য, জোর টেলিমেডিসিনে
ঘণ্টা খানেক আগে ওই হাসিপাতালে ১১ মাসের রায়না গাজিরও মৃত্যু হয়, তার পরিবার দমদমবাসী। জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার ভোর রাতে মৃত্যু হয় ছ'মাসের আরও এক শিশুর, তারা কল্যাণীর বাসিন্দা বলে জানা যায়।
রাজ্যে অ্যাডিনো ভাইরাস রুখতে মঙ্গলবার ১০ দফার নির্দেশিকা প্রকাশ করে নবান্ন। ২৪ ঘন্টার মধ্যেই বুধবার বিসি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা। হাসপাতাল চত্বর ঘুরে দেখার পাশাপাশি, তাঁরা খতিয়ে দেখেন হাসপাতালের পরিষেবাও।