নববর্ষের সকালে মর্মান্তিক ঘটনা বরানগরে। একই বাড়ি থেকে উদ্ধার এক যুবক, তাঁর বাবা এবং যুবকের ছেলের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বরানগরের নিরঞ্জন সেন নগর এলাকায়। পরিবারের অন্য সদস্যদের খোঁজে খোঁজখবর চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কী ঘটেছে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগরের ওই বাড়ি থেকে আজ সকাল থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ওই বাড়িতে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢোকেন। এবং ঘরের মধ্যে ওই তিনজনের দেহ পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা।
Read More- প্রচারে লাঠি-র পর 'ত্রিশূল' হাতে দিলীপ ঘোষ, কমিশনে যাওয়ার হুঁশিয়ারি তৃণমূলের
উদ্ধার হওয়া যুবকের নাম বাপ্পা হালদার। তাঁর বাবার নাম শংকর হালদার এবং বাপ্পার ছেলের নাম বর্ণ হালদার। পুলিশের প্রাথমিক অনুমাণ নিজের বাবা ও ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন শংকর। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা নিশ্চিত ভাবে জানা যায়নি। এর পিছনে কোনও আর্থিক কারণ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।