নেশার ঘোরে ফরমালিন মিশিয়ে মদ্যপান (Liqueur) করে মৃত্যু ৩ জনের। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) রানা এলাকায়। সংকটজনক অবস্থায় ৩ জনকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৩ জনকে কলকাতার (Kolkata) চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের কৃষ্ণমোহন স্টেশনের রেল গেটের কাছে রানা এলাকায় রথীন গায়েনের বাড়িতে মনসা যাত্রার পালাগানের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান উপলক্ষেই মঙ্গলবার বাড়ির পাশে একটি পোলট্রিতে ৬ বন্ধু মদ্যপানের আসরে বসে। জল ভেবে এক বন্ধু ফরমালিন নিয়ে আসে ও গ্লাসে ঢেলে দেয়। খাওয়ার পরই গলা জ্বালা শুরু হয়। তারপরই তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার ভাইপো দীপক কান্দু
৬ বন্ধুর মধ্যে ৩ জন মারা গেলেও এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মুনিয়া যাদব, গিরিধারী যাদব ও জাহিদ গাজি। পুলিশ সূত্রে খবর, গিরিধারী যাদব বিহারের বাসিন্দা।