শখ করে মানুষ অনেককিছুর মাংস(Meat) খান। এমনকি ঘোড়া,অক্টোপাস, কুমিরের মাংস পর্যন্ত। কিন্তু তাই বলে চিতাবাঘের মাংস(Leopard Flesh)? নজিরবিহীন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে(Sliguri)।
জানা গেছে, চিতাবাঘের(Leopard) মাংস খাওয়ার অভিযোগে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর ফৌজিজোত এলাকা থেকে দু'জনকে আটক করেছে সীমা সুরক্ষা বাহিনী এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। ধৃতদের কাছ থেকে চিতাবাঘের কাঁচা চামড়া উদ্ধার করা হয়েছে। এই চামড়া ৮০ হাজার টাকায় নেপালে(Nepal) পাচারের পরিকল্পনা করেছিল তারা। ধৃতদের কাছ থেকে আরেকজনের হদিস পাওয়া গেছে। যার থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘের থাবা(Leopard Paw)।
চিতাবাঘটিকে(Leopard) মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল নাকি ধৃতেরা নিজেরাই মেরেছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ(Police)। তবে চিতাবাঘের(Leopard) মাংস রেঁধে খাওয়ার ঘটনায় বিস্মিত বনকর্মী থেকে পুলিশ সকলেই।